আন্তর্জাতিক ডেস্ক: মালির দক্ষিণাঞ্চলে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।শুক্রবার স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় ছয় নারী নিহতের খবর পাওয়া গেছে। নিহেতদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী। তবে এটি ছিলো সংঘাতপূর্ণ এ দেশে সর্বশেষ সহিংস ঘটনা।
আঞ্চলিক সরকারি কৌঁসুলি দ্রামানি দিয়ারা জানান, দক্ষিণাঞ্চলীয় সিকাসো অঞ্চলে অ্যাম্বুলেন্সে করে যাওয়ার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণে কেবল অ্যাম্বুলেন্সের চালক প্রাণে বেঁচে যান। তবে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় নির্বাচিত এক কর্মকর্তা বলেন, চালককে হাসপাতালে নেয়া হয়েছে।