আলোর জগত ডেস্ক: নারায়ণগঞ্জের শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ৮ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার তাদের বরখাস্তের সঙ্গে সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি ১০ জনের অবস্থাও আশঙ্কাজনক।