বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে টানা ২১ দিন ঘরে আটকা ছিলেন বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। কিন্তু সেই খবর জানাননি অনুরাগীদের। সম্প্রতি করোনামুক্ত হয়ে নিজেই সামাজিক মাধ্যমে সবার সঙ্গে খবরটি ভাগ করে নিলেন এই অভিনেত্রী। জেনেলিয়া জানান, করোনা শনাক্তের পর গত ২১ দিন বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। খবর আনন্দবাজারের
সামাজিক মাধ্যমে জেনেলিয়া লেখেন, গত ২১ দিন আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল। একাকীত্ব যে কী যন্ত্রণার তা এই কয়েক দিনে বুঝেছি। আবারও পরিবারকে কাছে পেয়ে আমি খুশি।
জেনেলিয়ার সুস্থতার খবর জেনে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্বামী রিতেশও।
ভারতের অন্যান্য স্থানের মতো করোনা হানা দিয়েছে বলিউডেও। কয়েক আগেই জয়া বচ্চন ছাড়া বচ্চন পরিবারের সব সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তারা সুস্থ আছেন।