আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শহরের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে, বাড়ি ও ভবনগুলোর ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বাসিন্দা।
করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেমন বলেন, অন্তত ২৩ জন মারা গেছে, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ভবন ও ছাদ ধসে এবং পানিতে ডুবে এদের মৃত্যু হয়েছে।যাতায়াতে গণভোগান্তি এড়াতে প্রাদেশিক সরকার শুক্রবার ছুটি ঘোষণা করেছে।