আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের কারণে চলতি বছরে শিয়া মুসলিমরা মহরমে তাজিয়া মিছিল বের করতে পারবেন না বলে জানিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। মহরমে তাজিয়া মিছিলের অনুমতি চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা বৃহস্পতিবার শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এদিন রায়ে বলেছে, সাধারণভাবে সারা দেশ জুড়ে তাজিয়া মিছিলের জন্য অভিন্ন অনুমতি দেওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-১৯ সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে দোষারোপ করা হবে। আমরা বর্তমান পরিস্থিতিতে তাজিয়া মিছিলের অনুমতি দিয়ে একটি ধর্মীয় গোষ্ঠীকে সমস্যায় ফেলতে চাই না।
জনস্বার্থ মামলার আবেদনকারী সাইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনের প্রার্থনার জন্য মুম্বাইয়ের তিনটি উপাসনালয় খোলার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আবেদন জানিয়েছিলেন তিনি। করোনার কারণে বাংলাদেশেও পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে।