আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেল শোধনাগারগুলো এখন আর চীনের বিক্রেতাদের কাছ থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনা নিহতের পর সীমান্তবর্তী দেশগুলো থেকে তেল আমদানি না করার ঘোষণা দেয় ভারত।
জানা যায়, ভারতের জ্বালানি তেল সংক্রান্ত কোনও টেন্ডারেও চীনের কোম্পানিগুলোকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তেল আমদানির জন্য চীনের কোনো তেল ট্যাংকারও ব্যবহার করছে না নয়া দিল্লি।ভারত সরকার চীন থেকে বিদ্যুৎ সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও নতুন কিছু বিধিনিষেধ আরোপ করেছে। চীন থেকে আসা সব বিদ্যুৎ সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হবে বলে নয়া দিল্লি জানিয়েছে।