আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার পেট্রোলিয়াম এবং মিনারেল রিসোর্সেস মন্ত্রী আলি ঘানেম বলেছেন, দেশটির দামেস্ক প্রদেশে গ্যাস পাইপ লাইনের বিস্ফোরণ একটি সন্ত্রাসী হামলা। এই বিস্ফোরণের পর বিদ্যুৎহীন হয়ে পড়ে সিরিয়া।
ঘানেমকে উদ্ধৃতি দিয়ে সিরিয়ার আল-ইখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আদরা এবং আল-দুমাইরের মাঝে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণ একটি সন্ত্রাসী হামলা ছিল। আগামী কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে ঘানেমকে উদ্ধৃতি দিয়ে সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনায় পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরে সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী মুহাম্মদ জুহেইর খারবোটলি জানান, কিছু কিছু পাওয়ার স্টেশনে সংযোগ পুনর্বহাল সম্ভব হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে পুরো দেশের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।