ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

আরেক জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিস্টানদের একটি প্রাচীন চার্চ,যেটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটিকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এনিয়ে শুক্রবার তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে। চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিগগিরই স্থাপনাটি নামাজের জন্য খুলে দেয়ার কথা রয়েছে৷ তবে এই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷

আয়া সোফিয়ার মতই খোরা বা কারিয়া এতদিন জাদুঘর ছিল৷ চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্টান্টিন দ্যা গ্রেটের শাসনামলে চার্চ হিসেবে এটি গড়ে ওঠে৷ এগারো থেকে বারো শতকে স্থাপনাটি বর্তমান রূপ নেয়৷ হোলি সেভিয়র নামে পরিচিত চার্চটির গায়ে চৌদ্দ শতকে বাইবেলে বর্ণিত ‘শেষ বিচারের’ দেয়ালচিত্র আঁকা হয়৷

ষোল শতকে এটিকে মসজিদে রূপান্তর করে অটোমানরা৷ এসময় খ্রিস্টানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত দেয়ালচিত্রগুলোও মুছে দেয়া হয়৷ ১৯৪৫ সালে মসজিদটিকে জাদুঘরে পরিণত করার ঘোষণা দেয় তুরস্কের তৎকালীন সরকার৷ গত বছর আদালত এই সিদ্ধান্ত বাতিল করে দেয়৷ তার প্রেক্ষিতে ৭৫ বছর পর এসে কারিয়াকে আবারো মসজিদে রূপান্তর করলেন এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

আরেক জাদুঘরকে মসজিদে রূপান্তরের নির্দেশ এরদোয়ানের

আপডেট টাইম : ০৭:৩৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইস্তাম্বুলে অর্থোডক্স খ্রিস্টানদের একটি প্রাচীন চার্চ,যেটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটিকে মসজিদে রূপান্তরের নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এনিয়ে শুক্রবার তুরস্ক সরকারি একটি গেজেট জারি করেছে। চার্চটি বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিগগিরই স্থাপনাটি নামাজের জন্য খুলে দেয়ার কথা রয়েছে৷ তবে এই বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি৷

আয়া সোফিয়ার মতই খোরা বা কারিয়া এতদিন জাদুঘর ছিল৷ চতুর্থ শতকে রোমান সম্রাট কনস্টান্টিন দ্যা গ্রেটের শাসনামলে চার্চ হিসেবে এটি গড়ে ওঠে৷ এগারো থেকে বারো শতকে স্থাপনাটি বর্তমান রূপ নেয়৷ হোলি সেভিয়র নামে পরিচিত চার্চটির গায়ে চৌদ্দ শতকে বাইবেলে বর্ণিত ‘শেষ বিচারের’ দেয়ালচিত্র আঁকা হয়৷

ষোল শতকে এটিকে মসজিদে রূপান্তর করে অটোমানরা৷ এসময় খ্রিস্টানদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত দেয়ালচিত্রগুলোও মুছে দেয়া হয়৷ ১৯৪৫ সালে মসজিদটিকে জাদুঘরে পরিণত করার ঘোষণা দেয় তুরস্কের তৎকালীন সরকার৷ গত বছর আদালত এই সিদ্ধান্ত বাতিল করে দেয়৷ তার প্রেক্ষিতে ৭৫ বছর পর এসে কারিয়াকে আবারো মসজিদে রূপান্তর করলেন এরদোগান।