আলোর জগত ডেস্ক: অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী কাজ করার অভিযোগের সত্যতা পাওয়ায় হাইকোর্ট বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ ও মো. সেরাজুল ইসলাম। এফিডেভিট কমিশনার হিসেবে এই দুইজন দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, তাদের সাময়িক বরখাস্ত করে ২০ আগস্ট আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট ডিভিশন এমপ্লয়িজ (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুলস, ১৯৮৩ এর ২ (৪) বিধির সঙ্গে পঠিত ৩ (বি) (সি) বিধি মতে অসদাচরণ, দুর্নীতি ও অফিস শৃঙ্খলা পরিপন্থী এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের অভিযুক্ত করে বিভাগীয় মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো গুরুতর হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।