স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ার পর বার্সেলোনার কোচ কিকে সেতিয়েনের চাকরি থাকছে না, এটা নিশ্চিত ছিল। মৌসুমের শেষ শিরোপা জয়ের সুযোগটাও যখন হাতছাড়া হয়ে যায় তখন কিকে সেতিয়েনের বিদায়টা সময়ের ব্যাপার হয়ে গিয়েছিলো। এবার অফিসিয়ালিই তাকে বহিষ্কার করলো বার্সেলোনা।
চলতি বছরের ১৪ জানুয়ারি এরনেস্তো ভালভার্দেকে সরিয়ে কিকে সেতিয়েনের হাতে তুলে দেওয়া হয়েছিল বার্সার রিমোট কন্ট্রোল। ঠিক ৭ মাস বার্সার ডাগ আউটে দাঁড়াতে পারলেন তিনি।
সেতিয়েনকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বার্সেলোনা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, বার্সার বোর্ড পরিচালকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে, সেতিয়েন আর মূল দলের কোচ থাকছেন না। বার্সেলোনার নতুন কোচের নাম দ্রুতই ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি মেসিদের কোচ হয়ে আসেন কিকে সেতিয়েন। এই সাত মাসে তিনি ২৫টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ১৯টি লা লিগার, ৩টি চ্যাম্পিয়ন্স লিগের এবং ৩টি কোপা ডেল রে’র। তার অধীনে ১৬টি ম্যাচে জয় পেয়েছে কাতালানরা; চারটি ম্যাচে পরাজিত হয়েছে এবং ৫টি ম্যাচ ড্র করেছে।