বিনোদন ডেস্ক : দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর খান। সাইফিনা আপাতত দিন গুনছেন তাদের ঘরে নতুন অতিথি আসবার। বুধবার সাইফের বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনের দিনই এমন খবর শেয়ার করলেন সাইফ-কারিনা।
একটি যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, ‘আমরা খুব উৎসাহের সঙ্গে জানাচ্ছি, যে আমাদের পরিবারে একজন নতুন সদস্য আসতে চলেছে!! ধন্যবাদ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে-তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য’।উল্লেখ্য, সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান। ইতিমধ্যেই ইন্টারটেন সেনসেশন তিন বছরের এই খুদে। এবার নবাব-বেগমের ঘরে আসছে নতুন সদস্য। শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়।