আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলের কেরেলা রাজ্যে একটি চা বাগানে ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৩ হয়েছে। রোববার বাগানটিতে কয়েক ডজন মানুষ আটকা পড়েছিল বলে জানানো হয়।
অতি বৃষ্টিপাতের ফলে রাজ্যের ইদ্যুকি জেলায় শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় এ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। বৃষ্টির কারণে নিখোঁজদের উদ্ধার অভিযানও বিঘ্নিত হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ভারতে মে মাস পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত, ভূমিধস এবং ব্যাপক ঝড়ে ৭৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়।