আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানায়।
ব্লুমবার্গ জানায়, ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন।
পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন। বাড়িতে আইসোলেশনে থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করছেন। অফিসের অধিকাংশ কাজ টেলিফোনে সারছেন।
সংবাদমাধ্যমটি বলছে, ও’ব্রায়েনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।