আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো জানিয়েছেন, তার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে। করোনায় আক্রান্তের কয়েক সপ্তাহ পর সুস্থ হলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনের একটি বক্স হাতে নিয়ে নিজের ছবি পোস্ট করেছেন বোলসোনারো। করোনা থেকে সুস্থতার জন্য তিনি হাইড্রোক্সিক্লোরোকুইনকে কৃতিত্ব দিয়েছেন। ছবির নিচে তিনি লিখেছেন, তার সার্স-কোভ ২ এর আরটি-পিসিআর টেস্টের ফল নেগেটিভ এসেছে। কখন এই টেস্ট করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাননি প্রেসিডেন্ট।
৭ জুলাই বোলসোনারো জানান, তিনি করোনা টেস্ট করিয়েছেন এবং ফল পজিটিভ এসেছে। করোনায় আক্রান্তের পরপর প্রেসিডেন্ট ভবনে আংশিক আইসোলেশনে চলে যান তিনি। অবশ্য এর মধ্যেই তিনি অন্তত দুবার জনসম্মুখে এসেছিলেন। এর মধ্যে এক বার তিনি সমর্থকদের মাত্র কয়েক মিটার দূরে মাস্ক ছাড়াই দাঁড়িয়েছিলেন। চলতি মাসে বোলসোনারোর আরও দুবার তার করোনা টেস্ট করা হয়। দুইবারই তার ফল পজিটিভ আসে।