আলোর জগত ডেস্ক: চীনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরুর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে প্রথম ব্যক্তি হিসেবে এত অংশ নেবেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। চাইনিজ দূতাবাসের ডেপুটি হেড অব দ্য মিশন ইয়ান হুয়ালং মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন।
হুয়ালং নিজের ফেইসবুক পেজে লিখেছেন, বাংলাদেশ সরকার সব কিছুর অনুমোদন দিলে ট্রায়ালে অংশ নেয়া প্রথম ব্যক্তি হবেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত রাজি না হলে হুয়ালং নিজেই ‘প্রথম’ হতে চাইতেন। এ বিষয়ে মজা করে তিনি লিখেছেন, আমার যেহেতু প্রথম হওয়ার সুযোগ নেই, তাই আমি দ্বিতীয় হলে খুশি থাকবো।
বাংলাদেশের প্রশাসন ইতিমধ্যে ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আগামী আগস্টে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ভ্যাকসিনের পরীক্ষা শুরু করতে চায়। শুরুর পর সর্বনিম্ন ছয় সপ্তাহ ও সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে পরীক্ষা শেষ হতে। এই পরীক্ষায় সফল হলে ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। ট্রায়ালের অংশীদার দেশ হিসেবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবচেয়ে বেশি।