স্পোর্টস ডেস্ক: ইউভেন্তুসকে জয়ে ফিরিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের জোড়া গোলে লাৎসিওকে হারিয়ে টানা নবমবারের মতো শিরোপা জয়ের পথে এগিয়ে গেছে দলটি। ঘরের মাঠে সোমবার রাতে লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে ইউভেন্তুস। লাৎসিওর একমাত্র গোলদাতা চিরো ইম্মোবিলে।
এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও দ্রুত চার গোল খেয়ে হেরেছিল ইউভেন্তুস। পরের দুই রাউন্ডে আতালান্তা ও সাস্সুয়োলোর বিপক্ষে ড্র করে মাওরিসিও সাররির দল।