আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে প্রথম শিশুর জন্ম হয়েছে। ফ্রান্সে এ ধরণের ঘটনা এই প্রথম ঘটেছে বলে দাবি দেশটির চিকিৎসকদের। ফরচুনের খবরে এই তথ্য প্রকাশ করা হয়।
খবর বলা হয়, ওই নবজাতক শিশুটি গর্ভফুলের (প্লাসেন্টা) মাধ্যমে এই ভাইরাস আক্রান্ত হয় এবং মস্তিষ্কে এক ধরণের প্রদাহ নিয়ে বড় হতে থাকে। তবে, জন্মের পর ওই সংক্রমণ পরিস্থিতি ভালো মতোই কাটিয়ে উঠতে পেরেছে।
বুধবার যুক্তরাজ্য থেকে প্রকাশিত নেচার কমিউনিকেশন নামে বিজ্ঞানভিত্তিক আন্ত:শাস্ত্রীয় গবেষণা সাময়িকীর একটি প্রকাশনায় চিকিৎসক দল এই দাবি করেন। তবে, মাতৃগর্ভেই করোনা আক্রান্তের শতভাগ দাবি করলেও জন্মের সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেননি তারা।
খবরে বলা হয়, বাচ্চার জন্মের মাত্র কয়েকদিন আগে তার মা কোভিড-১৯ পজেটিভ হন। প্যারিসের অ্যান্টোইন ব্লাকেয়ার হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও সংকটকালীন শিশু পরিচর্যা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডেনিয়েল ডে লুকা বলেন, অপ্রত্যাশিত হলেও এ ধরনের ঘটনা অসম্ভব না। এমনটা সচরাচর ঘটে না। তবে এমনটা হতেই পারে, তাই স্বাস্থ্যসেবা (ক্লিনিক্যাল ওয়ার্কআউট) নিশ্চিতে নিয়োজিতদের এমন পরিস্থিতির বিষয়টি মাথায় রাখা উচিত।