ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

ঈদে পর্যটন কেন্দ্রে সমাগম না করার অনুরোধ আইজিপির

আলোর জগত ডেস্ক: করোনা সংক্রমণ রোধে ঈদে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ পার্ক বা ট্যুরিস্ট স্পটগুলোয় জনসমাগম না করার অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। ঈদুল আযহা উপলক্ষে গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর সব ইউনিট প্রধানের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ওই বৈঠকে আইজিপি বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনা-বেচা করতে হবে। সম্ভব হলে ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে হাটের প্রবেশপথে জীবাণুরোধী চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে হবে। জাল নোট বন্ধে বাড়াতে হবে পুলিশি তৎপরতা। ব্যবসায়ীরা যেন অতিরিক্ত হাসিল আদায় করতে না পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কোরবানির পশুর চামড়া কেনা-বেচা ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না। চামড়া পাচার রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

পুলিশ প্রধান বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। কোনো পরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। লঞ্চসহ সকল জলযানকেও এ বিধি মানতে হবে। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

এদিকে গুরুত্বপূর্ণ মসজিদগুলোয় ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদ ঘিরে কোনো গোষ্ঠী যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে সতর্ক ও তৎপর থাকতে হবে।

আইজিপি বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গড়তে ইতিমধ্যে ৬৬০ থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত সন্দেহ হলে তার ডোপ টেস্ট করাতে হবে। সভায় আগস্ট মাসে জাতীয় শোক দিবস, পবিত্র আশুরা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন আইজিপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ঈদে পর্যটন কেন্দ্রে সমাগম না করার অনুরোধ আইজিপির

আপডেট টাইম : ০৩:০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০

আলোর জগত ডেস্ক: করোনা সংক্রমণ রোধে ঈদে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ পার্ক বা ট্যুরিস্ট স্পটগুলোয় জনসমাগম না করার অনুরোধ জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। ঈদুল আযহা উপলক্ষে গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে বাহিনীর সব ইউনিট প্রধানের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত ওই বৈঠকে আইজিপি বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনা-বেচা করতে হবে। সম্ভব হলে ইজারাদারদের সঙ্গে সমন্বয় করে হাটের প্রবেশপথে জীবাণুরোধী চেম্বার স্থাপনের ব্যবস্থা করতে হবে। জাল নোট বন্ধে বাড়াতে হবে পুলিশি তৎপরতা। ব্যবসায়ীরা যেন অতিরিক্ত হাসিল আদায় করতে না পারেন সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। কোরবানির পশুর চামড়া কেনা-বেচা ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি ও অরাজকতা বরদাশত করা হবে না। চামড়া পাচার রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।

পুলিশ প্রধান বলেন, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্যবস্থা নিতে হবে। কোনো পরিবহন অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। লঞ্চসহ সকল জলযানকেও এ বিধি মানতে হবে। সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।

এদিকে গুরুত্বপূর্ণ মসজিদগুলোয় ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, ঈদ ঘিরে কোনো গোষ্ঠী যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা সম্পর্কে সতর্ক ও তৎপর থাকতে হবে।

আইজিপি বলেন, দুর্নীতি ও মাদকমুক্ত পুলিশ গড়তে ইতিমধ্যে ৬৬০ থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত সন্দেহ হলে তার ডোপ টেস্ট করাতে হবে। সভায় আগস্ট মাসে জাতীয় শোক দিবস, পবিত্র আশুরা ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন আইজিপি।