আলোর জগত ডেস্ক: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার আসনের অনুষ্ঠিত উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোটে পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্র প্রাথী মো. ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীক নিয়ে ১ হাজার ৪৮৯ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, যশোর-৬ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শাহীন চাকলাদার।