ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

আলোর জগত ডেস্ক: রাজধানীর কাকরাইলে লাজ ফার্মায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের দাবি, ওষুধগুলো আমদানি নিষিদ্ধ এবং মেয়াদ উত্তীর্ণ। তা ছাড়া সরকারকেও দেওয়া হচ্ছিল রাজস্ব ফাঁকি। এসব কারণে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটির ৭ কর্মীকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার র‍্যাব-৩ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

লাজ ফার্মা ঢাকায় ওষুধ বিক্রিতে অভিজাত একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের শাখা রয়েছে। তবে মাঝেমধ্যেই নামকরা এই প্রতিষ্ঠানটির নানা অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর খবর পাওয়া যায়। সর্বশেষ গত বৃহস্পিতবারও লাজ ফার্মার উত্তরা শাখায় অভিযান চালিয়ে নকল বিদেশি ওষুধ উদ্ধার করে ডিবি পুলিশ। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির দেড় লাখ টাকার জরিমানাও গুনতে হয়। তিন দিনের মাথায় প্রতিষ্ঠানটির আরেক শাখায় মিলল অবৈধ ওষুধ।

সোমবার অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ বসু জানান, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করে দিয়েছে। তা ছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু অভিযানের সময়ে কাকরাইলের লাজ ফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত অবস্থায় পাওয়া যায়। এসব ওষুধের রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মীরা। এর অধিকাংশই তারা অনিয়ম করে লাগেজ পার্টির মাধ্যমে দেশে এনেছে।তিনি বলেন, লাজ ফার্মার কাকরাইল শাখার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অভিযানে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও মিলেছে। অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করা হয়।

র‍্যাব জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুইজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সেখান থেকে প্রায় ৭৬ ধরনের অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে রাতের আধারে বসতঘর লুটপাট

লাজ ফার্মাকে ২৯ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০১:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

আলোর জগত ডেস্ক: রাজধানীর কাকরাইলে লাজ ফার্মায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ওষুধ জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের দাবি, ওষুধগুলো আমদানি নিষিদ্ধ এবং মেয়াদ উত্তীর্ণ। তা ছাড়া সরকারকেও দেওয়া হচ্ছিল রাজস্ব ফাঁকি। এসব কারণে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটির ৭ কর্মীকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার র‍্যাব-৩ এর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

লাজ ফার্মা ঢাকায় ওষুধ বিক্রিতে অভিজাত একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের শাখা রয়েছে। তবে মাঝেমধ্যেই নামকরা এই প্রতিষ্ঠানটির নানা অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর খবর পাওয়া যায়। সর্বশেষ গত বৃহস্পিতবারও লাজ ফার্মার উত্তরা শাখায় অভিযান চালিয়ে নকল বিদেশি ওষুধ উদ্ধার করে ডিবি পুলিশ। ওই ঘটনায় প্রতিষ্ঠানটির দেড় লাখ টাকার জরিমানাও গুনতে হয়। তিন দিনের মাথায় প্রতিষ্ঠানটির আরেক শাখায় মিলল অবৈধ ওষুধ।

সোমবার অভিযানের বিষয়ে ম্যাজিস্ট্রেট পলাশ বসু জানান, কোন ধরনের ওষুধ আমদানি করা যাবে, কোনগুলো আমদানি নিষিদ্ধ তা সরকার নির্ধারণ করে দিয়েছে। তা ছাড়া ওষুধ আমদানির ক্ষেত্রেও বাধ্যবাধকতা রয়েছে, রাজস্ব পরিশোধের বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু অভিযানের সময়ে কাকরাইলের লাজ ফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুত অবস্থায় পাওয়া যায়। এসব ওষুধের রাজস্ব পরিশোধ কিংবা যথাযথ কাগজপত্র দেখাতে পারেননি প্রতিষ্ঠানটির কর্মীরা। এর অধিকাংশই তারা অনিয়ম করে লাগেজ পার্টির মাধ্যমে দেশে এনেছে।তিনি বলেন, লাজ ফার্মার কাকরাইল শাখার ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। অভিযানে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধের বাক্সে ঘষামাজা করে তারিখ পরিবর্তনের প্রমাণও মিলেছে। অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটির সাতজনকে অভিযুক্ত করা হয়।

র‍্যাব জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে পাঁচ লাখ করে এবং দুইজনকে দুই লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সেখান থেকে প্রায় ৭৬ ধরনের অননুমোদিত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ইনজেকশন জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।