আলোর জগত ডেস্ক: করোনাভাইরাস মহামারীর মধ্যে মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১৫৭ জন বাংলাদেশি। মালদ্বীপের রাজধানী মালে থেকে ছেড়ে আসা তাদের বহনকারী ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইউএস-বাংলার জনসংযোগ শাখার জিএম মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনার কারণে বিশ্বে আকাশ যোগাযোগ সীমিত হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করায় অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। বাংলাদেশ থেকে ১৭টি আন্তর্জাতিক গন্তেব্যের মধ্যে এখন কেবল লন্ডন ও চীনে সরাসরি ফ্লাইট চলাচল করছে।
গত চার মাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত, কাতার, ভারত, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।