রহিমা খাতুন সুমি, নড়াইল জেলা প্রতিনিধিঃ জেলার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিসুর রহমানসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। করোনা রোগির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের এ ঘোষণা দেন। তবে লকডাউন চলাকালে লোহাগড়া পৌর এলাকার কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা চালু থাকবে।
এদিকে করোনাভাইরাস বিস্তারের পর থেকে গত ২৪ ঘণ্টায় নড়াইলে সর্বোচ্চ সংখ্যক ২৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন।