আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে সোমবার থেকে নাইজেরিয়ার ২০ মিলিয়নের বেশী মানুষ লকডাউনে রয়েছে। সাব সাহারান এই দেশটির বৃহত্তম নগরী লাগোস এবং রাজধানী আবুজায় এই লকডাউন চলছে।
প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশটির প্রধান নগরীগুলোতে মানুষের সব ধরণের চলাচল বন্ধ করে দুই সপ্তাহ লকডাউনে থাকার নির্দেশ দিয়েছেন।
দেশটিতে ১৩১ জন করোনা আক্রান্ত এবং ২ জনের মৃত্যুর পরে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।এ সময় জরুরি ও খাদ্যপণ্যের আউটলেট ছাড়া সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।লোকজনকে এ সময় ঘরে থাকতে বলা হয়েছে।
এই লকডাউন লাগোসে কার্যকর করা একটি চ্যালেঞ্জিং বিষয়, সেখানে লাখ লাখ মানুষ বস্তিতে বসবাস করে, তারা দিনমজুর, প্রতিদিন তাদের কাজের জন্য শহরে ছুটতে হয়।তাদের কোন খাদ্য মজুদ নাই। নগর কর্মকর্তা ২ লাখ পরিবারকে সরকারী সহায়তার ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক বাজারে অশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় তেল রফতানি নির্ভর দেশটি ইতোমধ্যেই আর্থিক সংকটে পড়েছে।