আলোর জগত ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ৭-৮ দিনের মধ্যে ঢামেক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি হাসপাতালে করোনার পরীক্ষাগার স্থাপন করা হবে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দুই ধরনের টেস্টিং কিট দিয়ে বিভিন্ন ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের হাতে পর্যাপ্ত কিট রয়েছে করোনা শনাক্তকরণে। আরো ৫০ হাজার কিট অর্ডার দেওয়া হয়েছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের গুলো পাওয়া গেলে মোট এক লাখ কিট পাওয়া যাবে।
বিদেশফেরতদের প্রতি দেশকে, দেশের মানুষকে আপনারা ঝুঁকিতে না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, যারা বিদেশ থেকে আসছেন তারা দেয়াল টপকিয়ে পর্যন্ত পালাচ্ছেন। তারা কেন এটা করছে জানি না। কোয়ারেন্টিন খুব জরুরি। তারা এটা মেনে চললে আরো ১০ জন আক্রান্ত হবে না। তারা কেন এটা করছে জানি না। আপনারা যদি কোয়ারেন্টিনে থাকেন তাহলে আপনাদের পরিবারকেও আমরা রক্ষা করতে পারবো। রোগ নির্ণয় সহজ হবে।
বিদেশ থেকে এখনও ফ্লাইট আসার বিষয়ে তিনি বলেন, যে দু-একটি ফ্লাইট চালু রয়েছে আগামীতে সেটাও হয়তো বন্ধ করা হবে। তখন আর একজনও আক্রান্ত ব্যক্তি দেশে ঢুকতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।