আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রেক্ষাপটে এবার ফ্রান্সের সব রেস্তোঁরা, ক্যাফে, ক্লাব বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্রান্সের সব রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল ও ক্লাব শনিবার রাত থেকে বন্ধ রাখা হবে। সেই সঙ্গে যেখানে জনগণের যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ অপ্রয়োজনীয় স্থানগুলো বন্ধ রাখতে হবে।
জরুরি প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকি সব বন্ধ রাখার ঘোষণা দিয়ে তিনি বলেন, বাজার, খাবারের দোকান, ফার্মেসি, গ্যাস স্টেশন, ব্যাংক, সংবাদপত্র ও সিগারেটের দোকান খোলা থাকবে। ধর্মীয় উপাসনালয়গুলোও চালু থাকবে। কিন্তু ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ স্থগিত রাখতে হবে।
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ফ্রান্সে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬৯ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৯১ জনের।
বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৫৬ হাজার ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮২১ জনে। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছে ৭৪ হাজার ৪৫৯ জন।
করোনাভাইরাসে বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। দেশটিতে এই ভাইরাসে এক হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। শনিবার একদিনে এতে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। তবে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমলেও ইতালিতে আক্রান্ত রোগীর সংখ্যার বেড়েছে। একদিনে তিন হাজার ৪৯৭ নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে আক্রান্তের সংখ্যা ছিল দুই হাজার ৫৪৭ জন।