আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার এক অফিস থেকেই ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন ওই অফিসের কর্মী। আর বাকি চারজন আক্রান্তদের পরিবারের সদস্য। একই অফিসের একত্রে এত লোকের সংক্রমণে পড়ার কথা এর আগে জানা যায়নি। এমনকি চীনেও নয়।অফিসটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি কল সেন্টার বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দফতরের উপপরিচালক কোয়ান জুন-জেগে বলেন, ওই কল সেন্টারের ৪৬ জন কর্মী এবং সংশ্লিষ্ট পরিবারের চার সদস্যের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গেছে।
করোনার থাবায় চীন, ইতালি ও ইরানের পরের স্থানেই রয়েছে দক্ষিণ কোরিয়া। বুধবার সকাল পর্যন্ত এই দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ ব্যক্তির। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৫ জন।