আন্তর্জাতিক ডেস্ক: করোনা মোকাবেলায় মেডিক্যাল পরীক্ষা আরো সহজ করতে রোবট বানিয়েছে চীন। চীনের গুয়াংঝু ইন্সটিটিউট অফ রেসপিরেটরি এবং সেনইয়াং ইন্সটিটিউট অফ অটোমেশন মিলে এই রোবটটি তৈরি করেছে।
ফেব্রুয়ারিতে ৮০ জন মানুষের মুখের লালা দিয়ে রোবটটির সাহায্যে একটি পরীক্ষামূলক অপারেশন চালানো হয়। এতে প্রথমবারেই শতকরা ৯৫ ভাগের বেশি সফল হয় রোবটটি। এছাড়া নমুনা প্রক্রিয়া চলাকালীন রোগীদের ব্যাথা ও ক্ষতির হাত থেকেও রক্ষা করার ক্ষমতা আছে চীনা এই রোবটির। করোনাভাইরাস পরীক্ষায় মুখের লালা টেস্ট করে দেখায় সবচেয়ে কার্যকর উপায়। তবে সঠিকভাবে নমুনা সংগ্রহ না করলে সঠিক ফল আসবে না।
এদিকে রোবটটি আবিষ্কারের ফলে মেডিক্যালের স্টাফদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমেছে। হাসপাতালের কর্মচারীরা যারা করোনা সম্ভাব্য রোগীদের মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করে এই রোবটের ফলে তাদের ঝুঁকি কিছুটা হলেও কমে আসবে। নমুনা সংগ্রহের পর মান প্রমিতকরণ করে সেই সাথে নমুনার গুণগত মান বজায় রাখতে পারবে চীনা এই রোবট।