আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে বন্দুক ও রকেট হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৭ জন প্রাণ হারিয়েছেন। হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন শীর্ষ রাজনৈতিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। হামলায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত থাকা আফগান নেতার মুখপাত্র ফ্রাইদুন কাওয়াজুন টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলার সময় একটি বিকট শব্দ হয়েছে, স্পষ্টই ওই এলকায় একটি রকেট এসেছিল।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। হামলার খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবান জঙ্গিদের মধ্যে কাতারের দোহায় মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে চুক্তি হওয়ার পর কাবুলে এটিই প্রথম বড় ধরনের হামলা। তবে তালেবান এক বিবৃতিতে এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।