আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক আয়ারল্যান্ডের ডাবলিনে একটি স্কুল ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় জনস্বাস্থ্য বিভাগ সংক্রমণের ঝুঁকি এড়াতে ৪০০ শিক্ষার্থীর স্কুলটি বন্ধ করার নির্দেশনা দিয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি উত্তর আয়ারল্যান্ডের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হন। এর দুই দিন পর শনিবার (২৯ ফেব্রুয়ারি) প্রজাতন্তের আয়ারল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তারা দুজনেই সম্প্রতি ইতালি সফর করেছিলেন বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্কুলের একজন শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাকে ডাবলিনের একটি হাসপাতালে সংক্রমণ-নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চিকিত্সা দেয়া হচ্ছে।
আয়ারল্যান্ডের প্রধান চিকিত্সা কর্মকর্তা ডা. টনি হোলোহান বলেন, জনস্বাস্থ্য চিকিৎসকরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।