আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি লরিতে লুকিয়ে থাকা ৩১ পাকিস্তানি অভিবাসী প্রত্যাশীকে আটক করা হয়েছে।শুক্রবার ইতালি সীমান্তবর্তী একটি সড়কে নিয়মিত তল্লাশি চলাকালে তাদের আটক করা হয় বলে ফরাসি প্রসিকিউটররা জানান।
আরো পড়ুন: জানুয়ারিতে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন
এ ঘটনায় ওই লরির চালককেও আটক করা হয়েছে। চালক নিজেও একজন পাকিস্তানি বলে জানায় দ্য ডন।
গত মাসে ব্রিটেনে একটি লরিতে হিম শীতে জমে মৃত্যু হওয়া ৩৯ ভিয়েতনামীর লাশ উদ্ধারের পর এ ঘটনা ঘটল।
শনিবার প্রসিকিউটররা জানান, আটক অভিবাসীদের মধ্যে তিন কিশোরও রয়েছে। তাদের সবাইকে অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিচে শহরের প্রসিকিউটর অফিস জানায়, ‘এ ধরনের ঘটনায় জড়িত নেটওয়ার্ক এবং সংশ্লিষ্টদের আমরা চিহ্নিত করতে পারলে, তাদের আইনের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করব।’
অভিবাসী অনুপ্রবেশে কড়াকড়ির মধ্যে অনেকেই লরিতে লুকিয়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। এতে প্রায় সময়ই প্রচণ্ড শীতে জমে যাওয়া, তৃষ্ণার্ত হয়ে কিংবা শ্বাসরোধে মৃত্যুর মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।