আলোর জগত ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে প্রায় ৬ কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিম টিম। বাংলাদেশ বিমানের বিজি ০২২ ফ্লাইটের (মাস্কট টু ঢাকা) আসনের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব সোনার বার। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সাজ্জাদ হোসেন।
আরো পড়ুন: লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিনি বলেন, সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে শাহজালালে বিমানটি অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিমানটি তল্লাশি করতে যাই। এরই মধ্যে বিমানের সকল যাত্রী নেমে যায়। এরপর বিমানের সিটের (২২ নম্বর) নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় পাঁচ কেজি ৮০০ গ্রাম (৫০টি) সোনার বার উদ্বার করা হয়, যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।