এস এম রকিবুল হাসানঃ নড়াইলের লোহাগড়ায় গ্রীন ভয়েসের উদ্যোগ বৃক্ষরোপণ অভিযানে ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এ শ্লোগানকে নিয়ে আজ শনিবার নড়াইলের লোহাগাড়া উপজেলায় গ্রীন ভয়েসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। গ্রীন ভয়েসের একদল তরুণ-তরুণী, বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে।
আরো পড়ুন : ১৫০ বিদ্রোহীকে কারন দর্শানোর নোটিশ দিবে আ’লীগ: ওবায়দুল কাদের
এরই ধারাবাহিকতায় আজ শনিবার গ্রীন ভয়েস নড়াইলের লোহাগড়া শাখার পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। শনিবার সকাল ১০টায় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ সাইফুল্লাহ মামুন।
চারা রোপণ ও বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, সাবেক সহকারী প্রধান শিক্ষক মুরাদ উদ দৌলা, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান (শিমুল), সাংবাদিক সেলিম জাহাঙ্গীর, জহুরুল হক মিলু, শরিফুল ইসলামসহ গ্রীন ভয়েসের লোহাগড়া থানা শাখার সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন যেভাবে বৈশ্বিক উস্নতা বৃদ্ধি পাচ্ছে, এবং বাতাসে যে পরিমাণ কার্বন মনোক্সাইড বেড়ে চলেছে তাতে বৃক্ষ রোপণ এর বিকল্প আর কিছুই নেই। বক্তারা গ্রীন ভয়েসকে ধন্যবাদ জানান এই মহৎ উদ্দ্যেগ নেওয়ার জন্য এরপর পর্যায়ক্রমে লক্ষ্মীপাশা গার্লস স্কুল, মহিলা কলেজ, লোহাগড়া সরকারি কলেজসহ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়।