আলোর জগত ডেস্ক : সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানাটির আগুন প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরো পড়ুন : নিউজিল্যান্ডে বাস উল্টে নিহত ৫
বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে। কারখানাটি বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।