আলোর জগত ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুন্নী বেগম (৫২) নামে এক নারী মারা গেছেন।আজ শুক্রবার হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।নিহত মুন্নী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া বাড়ীর মো. আলী আশরাফের স্ত্রী।
আরো পড়ুন : ষড়যন্ত্রের মধ্যদিয়েই বিএনপির জন্ম: প্রধানমন্ত্রী
মুন্নী বেগমের ছেলে মো. ইমরান হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন আমার মা। গত ২৮ আগস্ট দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। শুক্রবার (৩০ আগস্ট) চিকিৎসাধীন অবস্তায় তিনি মারা যান।’
প্রসঙ্গত, ঢামেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের ডেথ রিভিউ কমিটি।