বিনোদন ডেস্কঃ কলকাতার বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক আর নেই। বার্ধক্যজনিত অসুখে ভুগে গতকাল মঙ্গলবার বিকেলে গড়িয়ার কানুনগো পার্কে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চলচ্চিত্রে ভিলেন এবং কমেডিয়ান এই দুই চরিত্রে অভিনয় করেই মূলত জনপ্রিয়তা লাভ করেন।
আরো পড়ুন : খুমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
প্রয়াত নিমু ভৌমিকের পরিবার সুত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেইসঙ্গে জটিল স্নায়ুর রোগেও ভুগছিলেন তিনি। মঙ্গলবার তার শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তিনি মারা যান। তার মৃত্যুতে টালিগঞ্জের ফিল্মপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
নিমু ভৌমিক ১৯৩৫ সালের ১৪ নভেম্বর অবিভক্ত বাংলার দিনাজপুর জেলায় জন্মগ্রহন করেন। কেরিয়ার হিসাবে অভিনয়কেই বেছে নেন তিনি।
বর্ষীয়ান এই অভিনেতা বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তিনি ৬০টির উপর বাংলা ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হলো: ‘অপরাজিতা’, ‘বেয়াদপ’, ‘ছোট বউ’, ‘সাহেব’, ‘নবাব’, ‘মঙ্গলদীপ’,‘বাঘিনী’,‘নদীর পাড়ে আমার বাড়ি’, ‘গণদেবতা’ ও ‘দাদার কীর্তি’।
সিনেমার পাশাপাশি নিজের রাজনৈতিক পরিচয়ও ছিলো নিমু ভৌমিকের। তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়ে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে জয়ী হতে পারেননি।