আলোর জগত ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় মিকচার মেশিনের গাড়ির ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চন্দ্রা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শরিয়তপুরের সখিপুর থানার হাওলাকান্দি এলাকার মালেক সরকারের ছেলে রুবেল হোসেন (২১) অপরজনের পরিচয় জানা যায়নি। নিহতরা দু’জনই একটি কারখানার শ্রমিক ছিলেন।
আরো পড়ুন : যুদ্ধাপরাধ মামলায় রাজশাহীর সামাদের মৃত্যুদণ্ড
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাড়ইপাড়া এলাকায় একটি ভ্যানযোগে রুবেলসহ ২ শ্রমিক চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে মিকচার মেশিনের একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলসহ দু’জন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় এসেছে।
এ ঘটনায় মিকচার মেশিনের গাড়িটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মজিবুর।