আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তেলবাহী ট্যাংকার গ্রেস ওয়ানকে পুনরায় আটক রাখতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জিব্রাল্টার। আর ৪৫ দিন আটক থাকার পর অবশেষে জিব্রাল্টার বন্দর ত্যাগ করেছে ইরানি সুপার তেল ট্যাংকারটি।
আরো পড়ুন : এডিশ মশা নিধনে ডিএনসিসির চিরুনি অভিযান মঙ্গলবার
গেল মাসে সিরিয়ায় তেল পরিবহনের অভিযোগে ট্যাংকারটি আটক করেছিল জিব্রাল্টার। পরে ট্যাংকারটিকে মুক্তি দেয়া হয়। কিন্তু গত শনিবার মার্কিন বিচার বিভাগ তেল ট্যাংকারটিকে মুক্ত না করে আমেরিকার কাছে হস্তান্তর করার জন্য জিব্রাল্টারকে অনুরোধ জানায়।
ওই অনুরোধ পাওয়ার পরপরই জিব্রাল্টার জানিয়েছিল, তারা তেল ট্যাংকারটি মুক্ত করে দেয়ার পর আমেরিকার অনুরোধ বিবেচনা করবে। কিন্তু সে অবস্থান পরিবর্তন করে জিব্রাল্টার রোববার সরাসরি আমেরিকার অনুরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করল।
দেশটি জানায়, ওয়াশিংটনের অনুরোধে তারা নতুন করে আটকাদেশ দিতে পারছে না। কারণ ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নে কার্যকর নয়। এদিকে, এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের কোনও প্রতিক্রিয়া মেলেনি।