স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দলের বাইরে ছিলেন লিওনেল মেসি। কিন্তু তার অনুপস্থিতিতে বার্সেলোনার জয় থামিয়ে রাখতে পারেনি নাপোলি। গোল করেন সার্জিও বুসকেটস ও ইভান রাকিটিচ। এতে টানা চতুর্থ জয় পেল বার্সা।
আরো পড়ুন : বাংলাদেশের নতুন কোচ মাইক হেসন
বুধবার দিবাগত রাতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইতালিয়ান ক্লাব নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা।
হার্ড রক স্টেডিয়ামে অপেক্ষাকৃত দুর্বল নাপোলির বিপক্ষে দাপটের সঙ্গে খেলা শুরু করে বার্সা। আর প্রথমার্ধে লিডও নেয় তারা। ম্যাচের ৩৮তম মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন ডিফেন্ডার সার্জিও বুসকেটস। তবে নিজেদের ভুলে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। আত্মঘাতী গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুদল।
আর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায় বার্সা। ম্যাচের ৭৯তম মিনিটে ম্যাচ জয়ের গোলটি করেন ইভান রাকিটিচ।
আগামী রোববার আবারও নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সা।