আলোর জগত ডেস্কঃ মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার তাদের তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ।
আরো পড়ুন : টাইব্রেকারে মিলানকে হারাল ম্যানইউ
চিঠিতে এই দম্পতিকে ৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে।