স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে টাইব্রেকারে এসি মিলানকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ২-২ গোলে ড্র হলে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে শেষ হয় খেলা। প্রথমার্ধের ১৪ মিনিটে মার্কোসের গোলে এগিয়ে যায় ম্যানইউ। এরপর ২৬তম মিনিটে সুসার গোলে সমতায় ফিরে এসি মিলান।
আরো পড়ুন : টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত
আর দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে লিড পায় এসি মিলান। ম্যাচের ৭২তম মিনিটে লিনগার্ডের গোলেই হার এড়িয়ে সমতায় ফিরে রেড ডেভিলরা। শেষ পর্যন্ত আর কোনও গোল না হলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানেই জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।