টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছে। এছাড়া তাদের একমাত্র শিশুপুত্র বিজয় (১০) গুরুতর আহত হয়েছে। আজ রবিবার সকাল ৯টা ৪০মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিম দেওহাটার কচুয়পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : জ্বর থাকলে পরীক্ষা করে ঈদে বাড়ি যাওয়ার অনুরোধ সেতুমন্ত্রীর
পুলিশ জানায়, জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) তাদের শিশুপুত্র বিজয়কে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখানোর পর ব্যাটারি চালিত রিকশা যোগে ওই দম্পত্তি বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের কদিম দেওহাটা নামক স্থানে পৌছালে গাজীপুর থেকে টাঙ্গাইল গামী যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো- জ- ১১-০২৮৫) রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনা স্থলে তাসলিমা নিহত হন। জাহাঙ্গীর, তার ছেলে বিজয় ও রিকশা চালক শরবেস আলী (৩০) গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও রিকশা চালক শরবেস আলীর মুত্যু হয়। শিশু কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত রিকশা চালকের বাড়ি মির্জাপুর পৌর এলাকায়।
পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।