আলোর জগত ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১২ মামলার এক আসামি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন।
আরো পড়ুন : অবশেষে গ্রেপ্তার ডিআইজি মিজান
সোমবার রাত ১২টার দিকে উপজেলার টেকনাফ সদরের মহেষখালিয়াপাড়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হামিদ ওরফে হাকিম ডাকাত (৪৫)। তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালিয়াপাড়ায়। বাবার নাম আবুল হাসিম ওরফে হাশেম।