কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে নগরীর মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আজমাইন আদিল। সে চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে এবং কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে।
আরো পড়ুন : ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
আরো পড়ুন : প্রধানমন্ত্রী জাপান ও সৌদি সফরে যাচ্ছেন ২৮ মে
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর মোগলটুলী এলাকায় মোটরসাইকেল আগে যাওয়া নিয়ে অপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে বাকবিতণ্ডা হয় আদিলের। পরে রাত আটটার দিকে একই এলাকায় দুই গ্রুপ মুখোমুখি হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় অপর পক্ষের ছুরিকাঘাতে আদিল গুরুতর আহত হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আদিলকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-এ সার্কেল) তানভীর সালেহীন ইমন জানান, আদিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এর আগে গত ২১ এপ্রিল শবেবরাতের রাতে নগরীতে ‘কিশোর সন্ত্রাসীদের’ ছুরিকাঘাতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মুমতাহিন হাসান মিরণ নিহত হয়েছিল। পরে এ ঘটনায় করা হত্যা মামলায় দুই আসামি মো. আমিন ও সৌরভ হোসেন পল্টুকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।