আলোর জগত রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মাসের শেষ সপ্তাহে জাপান ও সৌদি আরব সফর করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুটি সফরেই প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা চাইবেন। ওই দুই দেশ সফরের পর আরো একটি দেশে সফরের ব্যাপারে আলোচনা চলছে। সেটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী সফর শেষে আগামী ঈদের পর দেশে ফিরবেন।
আরো পড়ুন : শ্রীলঙ্কায় মুসলিমদের ওপর সহিংসতায় নিহত ১
আরো পড়ুন : বৌদ্ধ পূর্ণিমায় ডিএমপির বিশেষ নিরাপত্তা
সূত্রটি জানায়, আগামী ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশকে জাপানের ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার বিষয়ে একটি চুক্তি সই হতে পারে।
এ ছাড়া টোকিওতে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।
জাপান সফর শেষে ৩০ মে সৌদি আরব রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩১ মে অনুষ্ঠিতব্য ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।
তৃতীয় আর একটি দেশে সফর চূড়ান্ত হলে সৌদি আরব থেকে ওই দেশে যাবেন প্রধানমন্ত্রী। তবে তা হবে ব্যক্তিগত সফর। তৃতীয় দেশের সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী ঈদের পর দেশে ফিরবেন বলে সূত্রে জানা গেছে।
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী ইসলামী সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে (ওআইসির) অংশ নিতে সৌদি আরব যাবেন। ওই সম্মেলনে তিনি রোহিঙ্গা সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন।