চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম বিশারত আলী বিশু (২২)। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এসএর পাশে এ ঘটনা ঘটে।নিহত বিশারত আলী বিশু মনাকষা ইউনিয়নের তারাপুর চটকপাড়া গ্রামের তৈইমুর রহমানের ছেলে।
আরো পড়ুন : দুই জেলায় ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গোলাগুলিতে’ নিহত ২
আরো পড়ুন : হত্যার আগে নুসরাতকে ছাদে ডেকে নেয় পপি
স্থানীয়রা জানান, শুক্রবার রাত চারটার দিকে মাসুদপুর সীমান্ত পিলার নং ৪/৪-১ এর পাশ দিয়ে বেশ কয়েকজন রাখাল ভারতে গরু আনতে গিয়েছিল। এসময় বাংলাদেশের অভ্যান্তরে ভারতীয় শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুঁড়লে বিশু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গের রাখালরা বাংলাদেশের একটি ধানখেতে বিশুকে রেখে পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, মাসুদপুর সীমান্তে বিশু নামের একব্যক্তির মরদেহ ধান খেতে পড়ে আছে জেনেছি। তবে কিভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি। আর বিএসএফের গুলিতে মারা গেলে বিএসএফকে হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হবে।
এদিকে এর আগে গত ৪ মার্চ ভোরে ওই সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন মিলন ও সেনারুল ইসলাম নামে দুই যুবক।