১৫৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এতে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ছিলেন ১৪৯ যাত্রী এবং ৮ ক্রু। আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। বিমানটি গতকাল রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।
এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্দিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সকাল ৮টা ৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশে রওনা হয় ফ্লাইট ইটি-৩০২। নাইরোবির জোমো আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ২৫ মিনিটে এর অবতরণের কথা ছিল।
কিন্তু ওড়ার ৬ মিনিটের মাথায় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। তবে কি কারণে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে তদন্তকারী দল। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘বিমানটি মাটিতে পড়ে ভয়াবহ আগুন ধরে যায়।
২০১৬ সালে এ মডেলের উদ্বোধন হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর জুলাইয়ে তাদের বহরে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ যুক্ত করে।
মাত্র ৫ মাস আগে ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের একই মডেলের আরও একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের ওই উড়োজাহাজটির ১৯০ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। বোয়িংয়ের পক্ষ থেকে এক টুইটে ‘গভীর মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানানো হয়।