ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম :
Logo অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি শরিফুল শেখ ও তথি বেগম’কে ফরিদপুরের কোতোয়ালি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। Logo মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী এলাকা হতে ২৩.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সহযোগীর বিরুদ্ধে মামলা Logo আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরামের শ্রদ্ধা

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

ফাইল ছবি

১৫৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এতে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ছিলেন ১৪৯ যাত্রী এবং ৮ ক্রু। আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। বিমানটি গতকাল রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্দিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সকাল ৮টা ৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশে রওনা হয় ফ্লাইট ইটি-৩০২। নাইরোবির জোমো আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ২৫ মিনিটে এর অবতরণের কথা ছিল।

কিন্তু ওড়ার ৬ মিনিটের মাথায় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। তবে কি কারণে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে তদন্তকারী দল। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘বিমানটি মাটিতে পড়ে ভয়াবহ আগুন ধরে যায়।

এমন দাউ দাউ করে জ্বলছিল যে কেউ কাছে যেতে পারছিল না। সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘটনাস্থলে এখন ৪টি হেলিকপ্টার আছে।’ বিধ্বস্ত বিমানটি গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স মডেলের।

২০১৬ সালে এ মডেলের উদ্বোধন হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর জুলাইয়ে তাদের বহরে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ যুক্ত করে।

মাত্র ৫ মাস আগে ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের একই মডেলের আরও একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের ওই উড়োজাহাজটির ১৯০ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। বোয়িংয়ের পক্ষ থেকে এক টুইটে ‘গভীর মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

আপডেট টাইম : ০১:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯

১৫৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। এতে উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ছিলেন ১৪৯ যাত্রী এবং ৮ ক্রু। আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। বিমানটি গতকাল রোববার সকাল ৮টা ৪৪ মিনিটে দুর্ঘটনায় পড়ে।

এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আদ্দিস আবাবার বোলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার সকাল ৮টা ৩৮ মিনিটে নাইরোবির উদ্দেশে রওনা হয় ফ্লাইট ইটি-৩০২। নাইরোবির জোমো আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টা ২৫ মিনিটে এর অবতরণের কথা ছিল।

কিন্তু ওড়ার ৬ মিনিটের মাথায় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। তবে কি কারণে দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে তদন্তকারী দল। এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, ‘বিমানটি মাটিতে পড়ে ভয়াবহ আগুন ধরে যায়।

এমন দাউ দাউ করে জ্বলছিল যে কেউ কাছে যেতে পারছিল না। সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ঘটনাস্থলে এখন ৪টি হেলিকপ্টার আছে।’ বিধ্বস্ত বিমানটি গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স মডেলের।

২০১৬ সালে এ মডেলের উদ্বোধন হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্স গত বছর জুলাইয়ে তাদের বহরে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজ যুক্ত করে।

মাত্র ৫ মাস আগে ইন্দোনেশিয়ায় বোয়িংয়ের একই মডেলের আরও একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের ওই উড়োজাহাজটির ১৯০ আরোহীর সবাই নিহত হয়েছিলেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে একটি টুইট করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। বোয়িংয়ের পক্ষ থেকে এক টুইটে ‘গভীর মনোযোগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানানো হয়।