ফুলহ্যামের মাঠে তাদের ২-১ গোলে হারিয়েছে চেলসি। গতকাল রোববার চেলসির হয়ে গোল দুটি করেন গঞ্জালো হিগুইয়ান ও জর্জিনহো। ফুলহ্যামের একমাত্র গোলটি করেন কলাম চেম্বার্স। ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় চেলসি। চেজার আসপিলিকুয়েতার কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের শটে জাল কাপান আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়ান। ফুলহ্যাম অবশ্য লড়াইয়ে ফিরতে খুব বেশি সময় নেয়নি। ২৭ মিনিটে কর্নার থেকে রায়ান বাবেলের ক্রসে বল পেয়ে ডান পায়ে দারুণ এক গোল করেন কলাম চেম্বার্স।
ম্যাচে সমতা আসার পর গতি আরও বাড়িয়ে দেয় চেলসি। চার মিনিটের মাথায় আরও এক গোলও পেয়ে যায়। ডি-বক্সের মধ্যে থেকে ইডেন হ্যাজার্ডের কাটব্যাক থেকে বল পেয়ে প্রায় ২০ গজ দূর থেকে জাল কাপান জর্জিনহো।দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ফুলহ্যাম। তবে চেলসি গোলরক্ষক কেপা আরিসাবাগালাকে পরাস্ত করতে পারেনি।