আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আয়কর দফতরের চোখ এড়াতে মাটির নীচে পুঁতে রাখা হয়েছিল রাশি রাশি সোনা আর হিরে। বড় কয়েকটি কবরে ঢুকিয়ে রাখা হয়েছিল হিসাব বহির্ভূত কোটি কোটি রূপি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র। মাটিতে পুঁতে রাখা সেই সোনা, হিরে আর রূপির মোট মূল্য ৪৩৩ কোটি।
চেন্নাই আর কোয়মবত্তূরে ‘ব্রহ্মাণ্ডমাই’ নামে একটি ‘সারাভানা স্টোর’ এবং দু’টি প্রোমোটার সংস্থা ‘লোটাস গ্রুপ ও ‘জিস্কোয়্যার’ এর অফিসে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে কবর খুঁড়ে ওই ‘গুপ্তধনে’র খোঁজ পেয়েছেন আয়কর কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, সেই রূপি, হিরে, সোনা রাখা হয়েছিল কয়েকটি কবরে। সেগুলি খুঁড়ে হিসাব বহির্ভূত নগদ ২৫ কোটি রূপি, ১২ কিলোগ্রাম ওজনের সোনা এবং ৬২৬ ক্যারাট ওজনের হিরে উদ্ধার করা হয়েছে।সূত্র: আনন্দবাজার পত্রিকা