স্পোর্টস ডেস্ক : পূর্বাচলে স্টেডিয়ামের জন্য প্রায় সাড়ে ৩৭ একর জমি পেয়েছে বিসিবি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি আরও জানান, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছে ১২ ক্রিকেটার। এ প্লাস ক্যাটাগরিতে আছেন টাইগারদের পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক ধাপ হিসেবে বোর্ডের দেয়া অনুমোদন সাপেক্ষে শেষ করা হয়েছে ‘কনসেপচুয়াল ডিজাইনিং’। জায়গাটি বিসিবিকে হস্তান্তর করা হলে ডিজাইন প্রতিস্থাপন করা হবে বলে আগেই জানিয়েছিলেন বিসিবি সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন। বহুল প্রতীক্ষিত পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছে আরও আগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে অত্যাধুনিক প্রযুক্তি সুবিধা সম্পন্ন এই স্টেডিয়াম নির্মিত হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে রাজধানীর পূর্বাচল আবাসিক এলাকায় বিসিবিকে জায়গা বরাদ্দ দেয়া হলেও তা এতোদিন বুঝে পায়নি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।